Last Updated: Wednesday, September 5, 2012, 12:41
একে ঘরের চাপ, তার ওপর আবার বাইরের নিন্দা। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময়টা সত্যি খারাপ যাচ্ছে। টাইম ম্যাগাজিন তাঁকে `অ্যান্ডারঅ্যাচিভার` অ্যাখা দিয়েছিল, আর এবার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ট্র্যাজিক চরিত্র বলে কটাক্ষ করল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।